শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পা। দাঁড়িয়ে থাকা, হাঁটা-চলা করা, দৌড়ানো সব কিছুতেই সামাল দেয় পা। রোজ দিনে জীবনে, যাঁদের পায়ে বেশি চাপ পড়ে, তাঁদের পায়ের শিরায় এক বিশেষ ধরনের সমস্যা হাজির হয়। কারও কারও পায়ের শিরা ফুলে যায়। সেই সব শিরা গাঢ় নীলচে রঙের রেখা চামড়ার উপরে ফুটে ওঠে। একেই চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় ভেরিকোজ ভেন রোগ বলা হয়।

ভেরিকোজ ভেন পেঁচানো, বর্ধিত শিরা। ত্বকের পৃষ্ঠের কাছাকাছি যে কোনও শিরা (উপরের) ভেরিকোজ হয়ে যেতে পারে। ভেরিকোজ ভেন সাধারণত পায়ের শিরাগুলিকে প্রভাবিত করে। কারণ দাঁড়ানো এবং হাঁটার সময় শরীরের নিচের শিরায় চাপ বাড়ায়। ভেরিকোজ ভেনগুলির কারও কারও ক্ষেত্রে ব্যথা এবং অস্বস্তির কারণ হতে পারে। কখনও কখনও ভেরিকোজ ভেন আরও গুরুতর সমস্যা তৈরি করতে পারে। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।


Skip to content