চলুন সময়ের চাকা উল্টোমুখে ঘুরিয়ে যাওয়া যাক উনিশ শতকে। এলাহাবাদ শহর, মায়ের কাছে পৌরাণিক গল্প শুনছে দুটি বোন— শান্তা আর সীতা! গল্প শুনতে শুনতে মনের মধ্যে গল্প বলার ইচ্ছে তৈরি হচ্ছে একটু একটু করে। শুধু মা নয়, মাস্টারমশাই নেপালচন্দ্র রায় শোনাতেন বিদেশি লেখকদের গল্প। আসলে এলাহাবাদে তখন মেয়েদের পড়ার মতো ভালো স্কুল ছিল না। তাই বাবা রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদক, তাঁর দুই বন্ধুর কাছেই লেখাপড়া করতেন শান্তা দেবীরা। যাক, আসল কথায় আসি। শান্তা দেবীর জন্ম হয় ১৮৯৩ সালের ২৯ এপ্রিল।