শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নবজাতকের ত্বক এমনিতেই খুব সংবেদনশীল। রোজ স্নান করালে শিশুর ত্বকে থাকা তেল ধুয়ে যায়। ফলে ত্বক শুষ্ক ও আরও সংবেদনশীল হয়ে ওঠে। তাই নবজাতককে প্রতিদিন স্নান করানো ঠিক নয়। জন্মের পরে একমাস একদম স্নান না করালেই ভালো। একমাস পর থেকে একদিন অন্তর হালকা গরম জলে তোয়ালে ভিজিয়ে গা মুছিয়ে দিতে হবে। একটু অসাবধান হলেই ত্বকের অনেক বড় ক্ষতি হতে পারে।বর্ষাকালে শিশুরা বৃষ্টিতে ভিজলে বা বৃষ্টির জমা জলের সংস্পর্শে এলে অনেক সময়ই নানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হয়। আজকের এই প্রতিবেদনে বর্ষাকালের কিছু শারীরিক সমস্যা নিয়ে আলোচনায় করব। … পরামর্শে ডাঃ বি এন রায়, অধ্যাপক, শিশু বিভাগ, কে পি সি মেডিকেল কলেজ।

Skip to content