মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ফুটপাথের দোকানের গরম গরম ভেজিটেবল চপ কার না ভাল লাগে! আর বিকেলের আড্ডায় সঙ্গে যদি থাকে সেই ভেজিটেবিল চপ, তাহলে তো কথাই নেই! তবে এই রকমারিই জিভে জল আনা স্বাদের চপ যদি বাড়িতেই ভেজে দেওয়া যায় টাটকা-টাটকা? তাহলে উপরি পাওনা হিসেবে স্বাদের সঙ্গে পাওয়া যাবে পুষ্টিগুণও। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি ভেজিটেবল চপের রেসিপি। রেসিপি দিয়েছেন তনুশ্রী হাজরা, রেসিপি এক্সপার্ট।

Skip to content