শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ঘুমনোর সময় হঠাৎ করে নাক ডাকতে শুরু করেছেন? তবে যাঁর নাক ডাকার সমস্যা আছে, তিনি অবশ্য ব্যাপারটি তেমন একটা টের পান না। কিন্তু যাঁরা নাসিকা গর্জন শোনেন, তাঁরা কেউ হাসেন, আবার কেউ বা মজা করেন। বিরক্তও হন অনেকে।
কিন্তু আপনি যদি নাক ডাকাকে একটি সাধারণ ঘটনা মনে করেন তাহলে ভুল করছেন। নাক ডাকা কিন্তু ক্ষেত্র বিশেষে জটিল কোনও রোগেরও ইঙ্গিত বহন করতে পারে। কেউ যদি আগে থেকেই বিশেষ কোনও অসুস্থতায় ভোগেন, তাহলে তা কখনও কখনও জটিল আকার ধারণ করতে পারে। কোনও কোনও ক্ষেত্রে নাসিকা গর্জনও হতে পারে বিপদঘণ্টি বা মৃত্যুর সংকেত। এমনটাই বলছেন চিকিৎসকেরা। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।

Skip to content