মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


কাজের চাপই হোক বা সচেতনতার অভাব—যৌন স্বাস্থ্যের প্রতি অবহেলা নতুন নয়। কিন্তু যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা যে অন্য যে কোনও অঙ্গের যত্নের মতোই সমান গুরুত্বপূর্ণ, তা বলাই বাহুল্য। যৌনাঙ্গের পরিচ্ছন্নতা এক দিকে যেমন দূরে রাখে বিভিন্ন যৌন রোগ, তেমনই বৃদ্ধি করে যৌন মিলনের সামগ্রিক আনন্দকে। কী কী যৌন স্বাস্থ্য বিধি মেনে চলা পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে একান্তই আবশ্যিক, জেনে নিন একঝলকে।

Skip to content