রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


আঞ্জনি বা স্টাই বা হর্ডিওলাম নিয়ে বছরের বিভিন্ন সময়ে অনেকেই ভুগে থাকেন। সাধারণত চোখে নোংরা জমা বা পরিষ্কার করে চোখ না ধোয়া অঞ্জনির কারণ হিসাবে মনে করা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘স্টাই বা হরডিওলাম’। চোখের বহু ক্ষুদ্র তেল গ্রন্থি রয়েছে। বিশেষ করে চোখের পাতার উপর। ওই গ্রন্থির মুখগুলি ময়লা, মৃত কোষ, তেল জমে বন্ধ হয়ে যায়। ব্যাক্টেরিয়ার জন্ম নেয় ওই গ্রন্থির ভিতরে। এর ফলে চোখে অঞ্জনির মতো সমস্যা দেখা দেয়। অঞ্জনি তেমন কোনও বড় সমস্যা না। তবে দীর্ঘ দিন একে ফেলে রাখলে এটি বড় আকার ধারণ করতে পারে। এতে চোখের বড়সড় ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়। অঞ্জনি চোখের ভিতরে ও বাইরে দু’ জায়গায় হতে পারে। তবে অঞ্জনি হলেই যে অনেক প্রচুর ওষুধ খেতে হবে এমন নয়। হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা রয়েছে। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।

Skip to content