রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


দিনের শুরুটা খুশি মনেই হওয়া উচিত। যদিও এ দেশের বহু মানুষের কাছে সকালতা কার্যত বিভীষিকা। কেন? প্রাতঃকৃত্য সারার ভয় যে! এঁদের মধ্যে বেশিরভাগই অর্শের সমস্যায় ভুগছেন। অনেকের হয়তো জানা নেই, দেশে প্রতি বছর কমবেশি এক কোটি মানুষ অর্শের চিকিৎসা করান। তবে চিকিৎসার সুযোগ পান না কিংবা হাতুড়ের পরামর্শ নেন এমন রোগীর সংখ্যাও কিন্তু কম নয়। ভারতে প্রায় প্রতি পরিবারেই এক জন না এক জন অর্শের সমস্যায় ভোগেন। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।

Skip to content