আজকে আলোচনা করব, অ্যান্টিবায়োটিকের দরকার হয় কখন? এখন যে জ্বর হচ্ছে সেটা কিন্তু ভাইরাল ফিভার অর্থাৎ ভাইরাস ঘটিত জ্বর। এমনকি করোনার কারণে যে জ্বর হয় সেটিও ভাইরাস ঘটিত জ্বর। এই ধরনের জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনও ভূমিকা নেই। যদি একান্ত কিছু খেতে হয় তাহলে সেটা হল অ্যান্টি-ভাইরাল। যেহেতু অধিকাংশ ভাইরাস ঘটিত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা, প্যারা-ইনফ্লুয়েঞ্জা এমনকি করোনা বা হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-ই, হাম —এই ধরণের ভাইরাস ঘটিত রোগ যেহেতু নিজে থেকে সেরে যায় সেহেতু অ্যান্টিভাইরাস দেওয়া হয় না। আর অ্যান্টিবায়োটিকের তো কোনও প্রশ্নই নেই।…পরামর্শে ডাঃ আশিস মিত্র, বিশিষ্ট মেডিসিন ও ডায়াবিটিস বিশেষজ্ঞ।