গর্ভাবস্থায় বমি বমি ভাব খুব স্বাভাবিক একটি ঘটনা। বিশেষত গর্ভাবস্থার প্রথম তিন মাস এই সমস্যা বেশি দেখা যায়। এক্ষেত্রে বমি সাধারণত ভোরবেলাই বেশি হয়। এই সমস্যা ৪ থেকে ২০ সপ্তাহ পর্যন্ত হতে পারে।
প্রথম বারের গর্ভাবস্থায় এই বমির প্রবণতা বেশি থাকে। বমি খুব বেশি বার হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হাইপারেমেসিস গ্রাভিডেরাম বলা হয়। খুব বেশি বমি হলে অনেক সময় ডিহাইড্রেশনের এবং অপুষ্টি দেখা দিতে পারে, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।
প্রথম বারের গর্ভাবস্থায় এই বমির প্রবণতা বেশি থাকে। বমি খুব বেশি বার হলে তাকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় হাইপারেমেসিস গ্রাভিডেরাম বলা হয়। খুব বেশি বমি হলে অনেক সময় ডিহাইড্রেশনের এবং অপুষ্টি দেখা দিতে পারে, যা মা ও শিশুর জন্য ক্ষতিকর। আলোচনা করেছেন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দেবজ্যোতি সাহা।