রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সবাইকে প্রথমেই জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। আজ পঞ্চমী। অনেকেরই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার মজাই আলাদা! কিন্তু তোমরা কি জানো এই ‘প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখাকে’ ইংরেজিতে কী বলে? একে বলে: pandel-hoppping. আজ এই পুজোর আমেজে এসো পূজো সংক্রান্ত শব্দগুলোর ইংরেজি দেখি নিই আমরা। …আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

Skip to content