না আর একদম নয়! আর একদম হাসির ইংরেজি শুধু ‘laugh’ বলে কাজ সারলে হবে না। হাসি কি শুধু এক রকমেরই হয়? মুচকি হাসি, মৃদু হাসি, অট্টহাসি — আরও কত রকমের হাসি যদি বাংলায় হাসা যায়, তাহলে ইংরেজিতে শুধু ‘laugh’ দিয়ে কাজ চালানো তো মোটেই ঠিক নয়! …আলোচনায় পর্ণা চৌধুরি, ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।