রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


এই বর্ষাকালে কলকাতায় বড়দের মতো ছোটদের হাতে, পায়ে, মুখের ভেতরে, হাঁটুতে, ছোট ছোট লাল লাল দানার মতো কিংবা ছোট ছোট ফোস্কার মতো দেখা দিচ্ছে। এতে ছোট বাচ্চারা খেতে পারছে না। তাদের খেতে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারা বলতেও পারছে না। মায়েদের এমনকি ডাক্তারবাবুরা অনেকেই একে প্রথমে চিকেন পক্স হিসেবে ভাবলেও এখন এটি ‘হ্যান্ড ফুড অ্যান্ড মাউথ ডিজিজ’ বলে চিহ্নিত হয়ে গিয়েছে। এটি ২০০৭ সাল থেকে কলকাতায় হচ্ছে। প্রথম প্রথম অনেকেই এর সম্পর্কে খবর রাখতেন না। কিন্তু এখন এটি বর্ষাকাল থেকে শুরু করে শীতকাল পর্যন্ত গড়াছে। স্কুলগুলোতে আগে সচেতনতার অভাব থাকলেও এখন বেশিরভাগ শিক্ষক ও অভিভাবকরায় এ বিষয়ে সচেতন হয়ে পড়েছেন। …পরামর্শে বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নীলেন্দু শর্মা।

Skip to content