সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


এই রোদ তো, এই বৃষ্টি— এই রকম আবহাওয়ায় শরীর কখনও ঘামে ভিজে থাকে, আবার কখনও বৃষ্টির জলে একেবারেই নাজেহাল অবস্থা। গায়ে হাতে পায়ে ঘাম, তার সঙ্গেই জল জমে থাকছে। ফলে ত্বকে কিছু ছত্রাক সংক্রমণ (ফাংগাল ইনফেকশন) দেখা যাচ্ছে। আজ এই ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আলোচনা করব। ফাঙ্গাল ইনফেকশন একটি সংক্রামক রোগ। এটি বহু নামে পরিচিত যেমন— দাদ, হাজা, চুলকানি ইত্যাদি। অনেকেই বাজার চলতি বিভিন্ন দাদ, হাজার মলম লাগাতে থাকেন এটি ভালো কিনা খারাপ তা নিয়ে পড়ে আলোচনা করছি। তার আগে ফাঙ্গাল ইনফেকশন কিভাবে চিনব তা জেনে নেওয়া যাক। পরামর্শে বিশিষ্ট ত্বক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নীলেন্দু শর্মা।

Skip to content