আজ ডেঙ্গি নিয়ে আলোচনা করব। অন্যান্য বছরের মতো এবারও ডেঙ্গি প্রাদুর্ভাব শুরু হয়ে গিয়েছে। আপনারা সবাই জানেন, ডেঙ্গি একটি মশাবাহিত রোগ। সাধারণত জ্বরের মতো এর উপসর্গ হলেও, আর কী কী অস্বাভাবিক উপসর্গ দেখা যায় এবং কীভাবে এই রোগের হাত থেকে রেহাই পাওয়া যায় সে সব নিয়েই আজকের আলোচনা। ডেঙ্গির যে মশা (এডিস মশা) থেকে হয় তা মূলত বিকালবেলা কামড়ায়। …পরামর্শে ডাঃ আশিস মিত্র, বিশিষ্ট মেডিসিন ও ডায়াবিটিস বিশেষজ্ঞ।