শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মুখের স্বাস্থ্য, আপনার সামগ্রিক স্বাস্থ্যের চাবিকাঠি। দাঁতের ক্ষয় বা ক্যাভিটি বলতে আমরা সাধারণত দাঁতের ওপর তৈরি হওয়া গর্তকে বুঝি। মুখের মধ্যে থাকা ব্যাকটিরিয়া, ঘন ঘন খাবার খাওয়া, মিষ্টি ও আঠালো খাবারের অভ্যাস। দাঁত ঠিকমতো পরিষ্কার করতে না পারা-সহ নানা কারণে এ সমস্যা দেখা দেয়। যদি চিকিৎসা না করা হয়, তাহলে তা বড় হয়ে যায় এবং আপনার দাঁতের ভিতরে থাকা স্নায়ুস্তরের উপর প্রভাব ফেলে। এগুলো দাঁতে প্রচণ্ড ব্যথা, সংক্রমণ ও দাঁত ক্ষয়ের কারণ হতে পারে।

Skip to content