মুখের স্বাস্থ্য, আপনার সামগ্রিক স্বাস্থ্যের চাবিকাঠি। দাঁতের ক্ষয় বা ক্যাভিটি বলতে আমরা সাধারণত দাঁতের ওপর তৈরি হওয়া গর্তকে বুঝি। মুখের মধ্যে থাকা ব্যাকটিরিয়া, ঘন ঘন খাবার খাওয়া, মিষ্টি ও আঠালো খাবারের অভ্যাস। দাঁত ঠিকমতো পরিষ্কার করতে না পারা-সহ নানা কারণে এ সমস্যা দেখা দেয়। যদি চিকিৎসা না করা হয়, তাহলে তা বড় হয়ে যায় এবং আপনার দাঁতের ভিতরে থাকা স্নায়ুস্তরের উপর প্রভাব ফেলে। এগুলো দাঁতে প্রচণ্ড ব্যথা, সংক্রমণ ও দাঁত ক্ষয়ের কারণ হতে পারে।