শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


আপনার মাড়ি থেকে কী রক্তক্ষরণ হচ্ছে? ব্রাশ করার সময় বা কোনও কিছু খেতে গেলে রক্ত বের হচ্ছে? অথবা কোনও আঘাত ছাড়াও মাঝে মধ্যেই রক্ত পড়ে? এ সব কিছুই আসলে মাড়ি বা জিঞ্জিভা দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিত। মাড়ি দুর্বল হয়ে যাওয়ার প্রধান কারণ সংক্রমণ। একে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় আমরা জিনজিভাইটিস বলি। চিকিৎসা না করলে তা বেড়ে যায় এবং ক্রমশ মাড়ি দুর্বল হয়ে পড়ে। সঙ্গে দাঁতও নড়তে শুরু করে (পেরিওডন্টাইটিস)।

মূলত দাঁত ও মাড়ির যত্ন না নেওয়া, ভালো করে মুখ না ধোয়া, অপুষ্টিকর ও অতিরিক্ত ফাস্টফুড খাওয়া, পান, গুটখা খাওয়ার মতো বদভ্যাস থেকে মাড়ি দুর্বল হতে শুরু করে। এছাড়াও শরীরে বিভিন্ন প্রয়জনীয় খনিজ এবং ভিটামিন-সি এর অভাবেও মাড়ির সংক্রমণ বা প্রদাহ হয়। অনেক ক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থায়ও মাড়িতে সংক্রমণ দেখা যায় (প্রেগন্যান্সি জিনজিভাইটিস)।


Skip to content