শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


আক্কেল দাঁত থার্ড মোলার দাঁত নামেও পরিচিত। আমাদের মুখের একদম পিছনের দিকে থাকে এই দাঁত। সাধারণত কিশোর বয়সের শেষের দিকে দেখা যায়। দেখা গিয়েছে, ছেলেদের ক্ষেত্রে ১৮ থেকে ২০ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৭ থেকে ১৯ বছরের মধ্যে আক্কেল দাঁত এসে হাজির হয়। কিছু আক্কেল দাঁত আবার সম্পূর্ণরূপে বের হয় না। পাশের দাঁত বা হাড়ের সঙ্গে আটকে যায়। এর ফলে প্রায়শই আমাদের দাঁতের মাড়ি এবং হাড়ের মধ্যে সংক্রমণ হয়। সেই সঙ্গে অসহ্য যন্ত্রণা হতে পারে।

আক্কেল দাঁত যখন ধীরে ধীরে বেরতে শুরু করে, তখন থেকেই আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওই জায়গাটা পরিষ্কার থাকে। ভালো করে ব্রাশ করার পাশাপাশি ঈষদুষ্ণ জলে নুন দিয়ে কুলি করলে তা মুখের মধ্যে অ্যান্টিসেপটিকের কাজও করবে। খেয়াল রাখতে হবে আক্কেল দাঁত ও তার পাশের দাঁতের মধ্যে যেন কোনওভাবেই ময়লা বা খাবার না জমে থাকে।


Skip to content