বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

সা পরা শক্তিরেবৈষা শুলিনঃ কেন বর্ণ্যতে৷৷
যা ততা ত্রিষু লোকেষু তৈলবিন্দুরিবাম্ভসি৷
যৎপ্রসাদান্ময়া জ্ঞানতং বাস্তুশাস্ত্রমিদং ততম্৷৷
শাস্ত্রেণানেন সর্বস্য লোকস্য পরমং সুখম্৷
চতুর্বর্গ ফলপ্রাপ্তিসসলাকশ্চ ভবেদ্ ধ্রুবম্৷৷
শিল্পশাস্ত্র পরিজ্ঞানান্মত্যোঽপি সুরতাংব্রজেৎ৷
পরমানন্দ জনকং দেবানামিদমীরিতম্৷৷
শিল্পং বিনা নহি জগৎ ত্রিষুলোকেষুবিদ্যতে৷
জগদ্বিনা ন শিল্পঞ্চ বর্ততেবাসবা! প্রভো৷৷

—বিশ্বকর্মা বাস্তুশাস্ত্র


যে শাস্ত্র চতুর্বর্গের কল্যাণ করে, সকলকে সুখ দেয়, যার দ্বারা মানুষ শাস্তি পায়, সেই সুলভ, অমৃততুল্য, পরম আনন্দময়ী শাস্ত্রই বাস্তুবিজ্ঞান৷ সৃষ্টির মধ্যেই সে অন্তর্নিহিত রয়েছে৷ ভগবান বিশ্বকর্মা এই শাস্ত্রজ্ঞান বিশ্ববাসীকে দিয়েছেন৷
বিশ্বকর্মা বলেছেন, ‘জগতের কল্যাণ কামনায় আমি বাস্তুশাস্ত্রের কথা বলছি৷’

বাস্তুশাস্ত্রম্ প্রবক্ষ্যামি লোকানাম্ হিতকাম্যয়া৷
আরোগ্য পুত্রলাভং চ ধনং ধান্যং লভেন্নর৷৷
স্ত্রীপুত্রাদি ভোগসৌখ্যজননং ধর্মার্থকামপ্রদম্৷
জন্তুনাময়নং সুখাস্পদমিদং শীতাম্বুধর্মাপহম্৷৷
বাপীদেবগৃহাদিপুণ্যমখিলং গোহাৎসমৃৎপদ্যতে৷
গেহং পূর্বমুশন্তিতেন বিবুধাঃ শ্রীবিশ্বকর্মাদায়ঃ৷৷


স্ত্রী-পুত্রাদি ভোগ, সুখ, ধর্ম, অর্থ, কাম ইত্যাদি নিয়ে শীত, গ্রীষ্ম, বায়ু থেকে প্রাণীদের সুখের স্থল গৃহই রক্ষা করে৷ নিয়ম অনুসারে গৃহনির্মাণ কর্তাকে পুকুর বা দেবস্থান তৈরির আদেশের কথা বলা হয়েছে৷

দেশঃ পুরনিবাসশ্চ সভাবীস্মাসনানি চ৷
যদ্যদীদৃসমন্যাচ্চ তথাশ্রেয়স্করং মতম্৷৷
বাস্তুশাস্ত্রাদৃতেস্য ন স্যল্লক্ষণনির্ণয়ঃ৷
তস্মাৎ লোকস্য কৃপয়া সাত্তমেতধুরীয়তে৷৷

—সমরাঙ্গন-সূত্রধার


দেশ, গ্রাম, নিবাস, স্থান, সভা ও রাজপ্রাসাদ ইত্যাদি বাস্তুগুলির উদ্দেশ্যে বাস্তুশাস্ত্রের যে শ্রেষ্ঠ মতামত দেওয়া আছে তার লক্ষণগুলিকে চিহ্নিত করে মূল কল্যাণের জন্য এই সবও বর্ণনা করা হয়েছে৷

অমর্ত্যাশ্চৈব মর্ত্যাশ্চ যত্র যত্র বসন্তি হি৷
তদ্ বস্ত্বিতি মতং তজজ্ঞৈস্তদ্ভেদং চ বদাম্যহম্৷৷
ভূমিপ্রাসাদয়ানানি শয়নং চ চতু্র্বিধম্৷
ভূবেব মুখ্যবস্তু স্যাৎ তত্র জাতানি যানি হি৷৷
প্রাসাদাদীনি বাস্তুনি বস্তুত্বাদ্ বস্তুসংশ্রয়াৎ৷
বস্তুন্যেব হি তান্যেব প্রোক্তান্যস্মিন্ পুরাতনৈঃ৷৷

—ময়মতম্


দেবতা ও মানুষ যেখানে বসবাস করেন সে বাস্তুবিদ্যা ও তার রহস্য বর্ণনা করা হবে৷ ভূমি, প্রাসাদ, আহার-বিহার এবং শয়ন ইত্যাদি চার প্রকার বাস্তুর অঙ্গও৷ এতে ভূমিই হল মুখ্য বাস্তু এবং তার সঙ্গে সম্পর্কিত অন্যান্য অঙ্গও আছে৷
প্রাসাদ ইত্যাদির বাস্তুকলা বাস্তুশাস্ত্রই বলে দিয়েছে৷ প্রাচীন মহর্ষিগণ যে বাস্তুশাস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন বর্ণিত হবে সেই ঋষিলব্ধ জ্ঞানের কথাই৷

গৃহস্থস্য ক্রিয়াঃ সর্বা ন সিদ্ধয়ন্তি গৃহং বিনা৷
যতস্তস্মাদ্ গৃহারম্ভপ্রবেশ-সময়ো ব্রুবে৷

গৃহস্থের সমস্ত ক্রিয়া গৃহ ছাড়া অসম্পূর্ণ৷ সুতরাং, গৃহনির্মাণ শ্রেষ্ঠ কর্তব্য এবং গৃহনির্মাণের শুরু ও গৃহপ্রবেশের মুহূর্ত দেখা অবশ্যই দরকার৷

পরগৃহে কৃতাসসর্বাঃ শ্রৌতস্মাতক্রিয়াঃ শুভাঃ৷
নিষ্ফলাঃ সূর্যতস্তাসাং ভূমীশঃ ফলমশ্নুতে৷৷

অপরের গৃহে (পরের বাড়িতে বা ভাড়াবাড়িতে) ‘শ্রোতস্মার্তাদি’ শুভক্রিয়া সম্পাদন করলে তা নিষ্ফল হয়; কারণ, তার সুফল ভোগ করেন গৃহস্বামী বা আধুনিক ধারণায় বাড়িওয়ালা।
* বাস্তুবিজ্ঞান (Vastu Shastra): সুরেন্দ্র কাপুর (Surendra Kapoor), বিশিষ্ট বাস্তুবিদ।

 


Skip to content