শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


চক্রাকৃতি জমি
চক্রাকার বা গোলাকার জমি এমনিতে ভালোই৷ তবে এরকম জমিতে চক্রাকার বাড়িই উপযুক্ত৷ সে ক্ষেত্রে মনুমেন্ট, স্মারক ভবন অথবা মন্দিরের পক্ষে উপযুক্ত৷
অসম চক্রাকৃতি জমি
এই ধরনের জমি উপযুক্ত নয়৷ এরকম জমিতে বাড়ি না করা ভালো৷ এটা অনেকটা রথের চাকার মতো৷ পুরোপুরি গোল চক্রের মতো নয়৷ কিছুটা গোল৷ অনেকগুলি ছোট কোণযুক্ত এ ধরনের জমি বসবাস অথবা ব্যবসার পক্ষে উপযুক্ত নয়৷ এরকম জমি মনুমেন্ট ও স্মারক করার পক্ষে ভালো৷
অষ্টকোণ জমি
আটটি দিক এ আটটি কোণ-সহ জমি অত্যন্ত শুভ ও পয়মন্ত৷ এরকম জমিতে বাড়ি করলে সমৃদ্ধি লাভ হবে৷
ত্রিকোণ জমি
তিনটি দিক ও কোণের জমি ভালো নয়৷ এতে উন্নতি বাধাপ্রাপ্ত হয় এবং সরকারের তরফ থেকে নানা রকম সমস্যার সৃষ্টি হয়৷ কিন্তু জমিটা যদি বেশ বড় হয় তা হলে ওই জমির মধ্যে একটি ছোট অংশ বের করে তাতে বাড়ি করলে সে বাড়ির ভালো হবে৷
চৌকো জমি
এ ধরনের জমিই হল সব থেকে আদর্শ৷ যদিও এরকম জমি পাওয়া খুব শক্ত৷ এ ধরনের জমি লম্বা-চওড়ায় সমান হয় এবং প্রতিটি কোণ ৯০ ডিগ্রির হয়৷ বাস্তুর দিক থেকে এ হল আদর্শ জমি৷ জমির উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব দিক যদি নিচু হয় তা হলেও জমি খুব ভালো ও শুভ৷ চারপাশে যদি রাস্তা থাকে তা হলে তো কথাই নেই৷ এ অতি উত্তম জমি৷
ভদ্রাসন জমি
যোগাসনের একটি হল ভদ্রাসন৷ এই রকম আকৃতির জমির বাড়ি বসবাসের পক্ষে অনুকূল নয়৷ কোনও বিশেষ ধরনের ভবনের পক্ষে এ ধরনের জমি ব্যবহার করা যেতে পারে৷ যেমন জাদুঘর৷
যে কোনও রকমের বেখাপ্পা জমি বাড়ির পক্ষে উপযুক্ত নয়৷ এই ধরনের জমিতে বাড়ি না করা ভালো৷ এইরকম কয়েকটি জমির উদাহরণ নিচের ছবিতে দেওয়া হল৷
* বাস্তুবিজ্ঞান (Vastu Shastra): সুরেন্দ্র কাপুর (Surendra Kapoor), বিশিষ্ট বাস্তুবিদ।

Skip to content