বিশ্বের বৃহত্তম রেল পরিষেবা দিয়ে থাকে ভারতীয় রেল। এত বড় দেশ, এত রুট, অসংখ্য ট্রেন। সবচেয়ে বড় কথা, রেকর্ড সংখ্যক বিপুল যাত্রীকে পরিষেবা পায় ভারতীয় রেলের সাহায্যে। এবার সবচেয়ে লম্বা যাত্রীবাহী ট্রেনে হিসেবে বিশ্ব রেকর্ডের দাবি করল সুইজারল্যান্ডের বিখ্যাত রেল কোম্পানি। সম্প্রতি ওই ট্রেনে চেপে আল্পস পর্বতের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগ করেন অসংখ্য পর্যটক। ট্রেনটির দৈর্ঘ্যের কারণে বিপুল সংখ্যক মানুষ ওই ট্রেনের যাত্রী হওয়ার সুযোগ পান। ট্রেনটির ১০০ কোচ। এই ট্রেনটি যাবতীয় পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা গিয়েছে।
১০০ কোচের ওই ট্রেনটি সম্প্রতি আল্পসের দুর্গম পথে ২৫ কিলোমিটার যাত্রা করে। যাত্রাপথে ২২টি টানেল এবং ৪৮টি ব্রিজ পেরোতে হয় ট্রেনটিকে, যা সোজা কথা ছিল না। উল্লেখ্য, আল্পসের এই বিপজ্জনক এবং সুন্দর রেলপথটিকে ২০০৮ সালে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। এদিন সেখানেই ৬২৬৬ ফুট দীর্ঘ ট্রেনটি যাত্রা করে। ১.৯ কিলোমিটার দীর্ঘ ট্রেনটির ২৫ কিলোমিটার যাত্রা করতে এক ঘণ্টার কিছু বেশি সময় লাগে।
আরও পড়ুন:
ভারতে ছাঁটাই শুরু টুইটারের, সাড়ে ৯টার আগেই কর্মীদের কাছে ঢুকছে মেল, উদ্বেগ বাড়ছে বাকিদের
ছোটদের যত্নে: হঠাৎই জ্বর, মুখে-হাতে ঘা হচ্ছে শিশুদের! কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, জেনে নিন কোন রোগের উপসর্গ এগুলি
WATCH: #BNNSwitzerland Reports.
Swiss railway company Rhaetian Railway has bagged the record for the world’s longest passenger train with a trip on one of the most spectacular tracks through the Alps. #Switzerland pic.twitter.com/CiBBhDF4tC
— Gurbaksh Singh Chahal (@gchahal) October 30, 2022
বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন তৈরি করেছে সুইজারল্যান্ডের রাইটিয়ান রেলওয়ে কোম্পনি। রাইটিয়ান রেলওয়ে কোম্পনি দাবি, ১০০ কোচের নতুন ট্রেনটি পুরনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে। ফলে এটিই বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা ট্রেন।
উল্লেখ্য, সুইস রেল কোম্পানির বর্তমান ট্রেনটির তুলনায় আরও লম্বা এমনকি ৩ কিলোমিটার লম্বা ট্রেনও আছে। তবে সেগুলি যাত্রীবাহী ট্রেন নয়। মনে করা হচ্ছে, বেলজিয়ামের একটি যাত্রীবাহী ট্রেনকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছে বর্তমান ট্রেনটি। সুইস রেলের ১৭৫ বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালানো হয়।
উল্লেখ্য, সুইস রেল কোম্পানির বর্তমান ট্রেনটির তুলনায় আরও লম্বা এমনকি ৩ কিলোমিটার লম্বা ট্রেনও আছে। তবে সেগুলি যাত্রীবাহী ট্রেন নয়। মনে করা হচ্ছে, বেলজিয়ামের একটি যাত্রীবাহী ট্রেনকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছে বর্তমান ট্রেনটি। সুইস রেলের ১৭৫ বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালানো হয়।