রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


গোয়া শুধু সৈকতের জন্য পর্যটকদের টানে তা নয়। সেখানকার সংস্কৃতি, ঐতহ্য এবং জীবনশৈলীও বড় আকর্ষণের। গোয়া ঘুরতে যেতে মন চাইলেও সব ব্যবস্থা করা অনেক সময়েই সমস্যার হয়ে দাঁড়ায়। তবে আর চিন্তা নেই, ভ্রমণ পিপাসুদের কথা মাথায় রেখে গোয়ায় ঘোরার জন্য চার দিন-পাঁচ রাতের বিশেষ প্যাকেজ এনেছে। বিমানে কলকাতা থেকে রওনা এবং কলকাতায় ফেরা। রওনা ১৫ জুলাই আর ফেরা ১৯ জুলাই। এরকমই একটা আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে সংস্থাটি।
আইআরসিটিসি-ই যাতায়াতের সঙ্গে থাকা, খাওয়ার সব দায়িত্ব নেবে। এর জন্য তিন রকমের প্যাকেজ রয়েছে। সর্বনিম্ন খরচ ২৪,৪০০ টাকা। এই খরচে একটি ঘরে তিনজনকে থাকতে হবে। দ্বিতীয় প্যাকেজে একসঙ্গে দু’জন থাকা যাবে, খরচ ২৫,৬০০ টাকা। আর ৩৪,৫০০ টাকা দিলে একা থাকা যাবে। খুদেদের জন্য বিছানা-সহ খরচ ১৯,৮০০ টাকা করে লাগবে।

Skip to content