মঙ্গলবার ২৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বেড়েতে যেতে কে না ভালোবাসে। কিন্তু কর্মব্যস্ত জীবনে সময় বার করা খুবই কঠিন। তারপর যদি গন্তব্যে পৌঁছতেই অনেকটা সময় লেগে যায় তাহলে তো আরেক চিন্তা। তাই এখন বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য আকাশ পথকে বেছে নেন। কিন্তু এক্ষেত্রে টিকিটের দামই সব পরিকল্পনা ভেস্তে দেয়। দ্রুততার পরিষেবা কিনতে পকেট থেকে বেরিয়ে যায় অনেকখানি টাকা। তবে উড়ানের টিকিট কাটার আগে কিছু বিষয় মাথায় রাখলে সময়-টাকা দুটিই বাঁচবে। এক ঝলকে দেখে নিন কী কী উপায় অবলম্বন করলে, সস্তায় মিলবে প্লেনের টিকিট।
সস্তায় টিকিট কাটতে হলে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। টিকিট কাটা ও যাত্রার সময়ের ব্যবধান থাকুক অন্তত দু’ মাস। আপনি আপনার নির্ধারিত যাত্রার সপ্তা দু’ এক আগে যে দামে টিকেট কিনবেন, মাস তিনেক আগে বুক করলে একই টিকেট প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ কম দামে পেতে পারেন।

বেড়াতে যাওয়ার সময় ছুটির দিনগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এছাড়া উৎসবের সময়গুলো যেমন পুজো, ইদ, গরমের ছুটি ইত্যাদি সময় টিকিট কাটা থেকে বিরত থাকুন। কারণ ছুটির সময় চাহিদা বেশি থাকায় বিমানের টিকিটের দাম স্বাভাবিক কারণেই বেশি থাকে। সপ্তাহের শেষেও বিমানের টিকিটের দাম বেশি থাকে। তাই সপ্তাহের মাঝের দিনগুলি বেছে নেওয়াই ভালো।

বিমান পরিষেবা বা টিকিট নিয়ে কাজ করে এমন একাধিক ওয়েবসাইড রয়েছে। সেগুলি নজরে রাখুন। কারণ এগুলিতে তুলনামূলক কম দামে টিকেট বিক্রি হয়। প্রায় সময়ই ফ্লাইট বুকিং-এর ক্ষেত্রে আকর্ষণীয় অফারও দেয়। যেমন স্কাইস্যানার, এক্সপিডিয়া ডট কম, বুকিং ডট কম, মেকমাইট্রিপ ডট কম ইত্যাদি সাইটগুলোতে এই পরিসেবা সহজেই পাওয়া যায়।

ডিরেক্ট ফ্লাইটের টিকিট না কেটে, কানেক্টিং রুটের বিমানের টিকিট কাটার চেষ্টা করুন। এ ক্ষেত্রে বিমানের টিকিটের দাম অনেকটা কম পড়ে। পড়ুয়াদের জন্য অনেক বিমান সংস্থাই টিকিটে বিশেষ ছাড় দেয়। তাই টিকিট কাটার আগে সেই নিয়মগুলি ভালো ভাবে জেনে নিন।

বিমানের টিকিট সার্চ করার আগে মাথায় রাখতে হবে ডিভাইসের ব্রাউজারের ইনকগ্নিটো মোড যেন অন থাকে। নাহলে এয়ারপ্লেন কোম্পানির সাইটের কাছে আপনার ব্রাউজিং হিস্ট্রি কুকিজ-এর মাধ্যমে রেকর্ড হয়ে থাকে। ফলে তারা যখন দেখবেন আপনি তাদের ফ্লাইট একটি বিশেষ দিনের জন্য বারবার অনলাইনে তার খোঁজ করছেন তখন তারা সেই ফ্লাইটটির দাম বাড়িয়ে দেয়। তাই কুকি অফ করে প্রাইভেট ব্রাউজিং মোড অন করে ব্রাউজ করলে পরে যখন অনলাইনে বুক করা হয় তখন টিকেট কম দামে পাওয়া যায়।

Skip to content