মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের থেকে আসা পর্যাপ্ত জলীয়বাষ্প অন্যদিকে উত্তর-পশ্চিমের বাতাস। এই দুইয়ের সংস্পর্শে সক্রিয় মৌসুমী অক্ষরেখার হাত ধরে গত ৪৮ ঘণ্টাইয় ৪৯ মিলিমিটার বৃষ্টি কলকাতায়। লাফিয়ে কমল তাপমাত্রা। মৌসুমী অক্ষরেখা বাংলার উপকূলের জেলার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বাংলাজুড়ে বৃষ্টি আগামী ২৪ ঘন্টায়।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৬: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসাসা— নুনিয়া ও সিঙ্গরা

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৪: লোকশিক্ষক মা সারদা

রবিবার বিকেলের পর ও সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যার পর ক্রমশ বৃষ্টি কমবে। ১৭ জুলাই থেকে ফের বৃষ্টির বাড়ার সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৪: কথায়-কথায়

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। নিচের দিকের তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৫: প্রথম ভারতীয় সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন পরীক্ষায় পাশই করবেন না

আজ দিনের বেশিরভাগ সময়ে আংশিক মেঘলা আকাশ। মাঝে মাঝে রোদের দেখা মিলবে। ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির নেপথ্যে প্রায় ১০০ শতাংশ ছুঁই ছুঁই জলীয় বাষ্প। দিনের যেকোনো সময় দুই এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি। কাল বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি থেকে কমে ২৮.৪ ডিগ্রি। আজ দিনের তাপমাত্রা বাড়বে। রাতের তাপমাত্রা সামান্য কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভোরে ৮০ শতাংশ এবং বেলা বাড়লে ৯৭ শতাংশ।
* সৌম্যকান্তি জানা। সুন্দরবনের ভূমিপুত্র। নিবাস কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা। পেশা শিক্ষকতা। নেশা লেখালেখি ও সংস্কৃতি চর্চা। জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত। বিজ্ঞান জনপ্রিয়করণের জন্য ‘দ্য সায়েন্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ২০১৬ সালে ‘আচার্য জগদীশচন্দ্র বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ এবং শ্রেষ্ঠ বিজ্ঞান লেখক হিসেবে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ২০১৭ সালে ‘অমলেশচন্দ্র তালুকদার স্মৃতি সম্মান’ প্রদান করে সম্মানিত করেছে।

Skip to content