শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

গত সপ্তাহে দক্ষিণবঙ্গ নিম্নচাপের জেরে ভালোই বৃষ্টি হয়েছে। ভিজেছে উত্তরবঙ্গও। যদিও সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হয়েছে। নিম্নচাপের প্রভাব সরে গিয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টিও কমেছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে খুব একটা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃহস্পতিবারও সতর্কতা জারি করা হয়েছে দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।
আরও পড়ুন:

সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৭: লেডি রাণু— সেকালের এক শিল্পমনস্ক মানুষ

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৮: নির্দোষ প্রাণীহত্যা কী সমর্থনযোগ্য?

গত সপ্তাহে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পরে তাপমাত্রা কমেছিল। যদিও সোমবার থেকেই আবার পারদ চড়তে শুরু করেছে। তাই ধীরে ধীরে গরম বাড়ছে। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারও কলকাতার আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। আকাশ কিছুটা মেঘাছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৬:কোনও একটি দাবিতে বিরোধীরা জোট বাঁধুক কখনও চায় না শাসক

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৮: যেথা আমি যাই নাকো / তুমি প্রকাশিত থাকো

এ দিকে উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করা হয়েছে। আজ বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। এই চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Skip to content