রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রবিবার কলকাতা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে। দক্ষিণবঙ্গে খুব বেশি বৃষ্টি না হলেও ছুটির দিন একেবারে শুষ্ক কাটেনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার এবং মঙ্গলবারও বৃষ্টিহীন কাটবে না।
দক্ষিণবঙ্গের প্রায় প্রতি জেলাতেই সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হবে। যদিও ভারী বৃষ্টির সতর্কতা নেই। কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও জেলায় সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বন লেবু ও টাগরি বানি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৪: লোকশিক্ষক মা সারদা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, হালকা বৃষ্টি হতে পারে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৪: কথায়-কথায়

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়, তবে হালকা। এই সপ্তাহ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার

দক্ষিণবঙ্গে আষাঢ় শেষেও বৃষ্টির অভাব। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তেমনটা হয়নি। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে মাত্র। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

Skip to content