শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

আবারও শুরু হল তীব্র দহনজ্বালা। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে ফিরল গরমের দাপট। বাতাসে বাড়তি আর্দ্রতা বেশ রয়েছে। তাইর ক্রমশ অস্বস্তিবোধ বাড়ছে। হাওয়া দফত্র জানিয়েছে, বাতাসে বাড়তি আর্দ্রতা থাকার জন্যে আকাশ আংশিক মেঘলা থাকবে।
বুধবার সকাল থেকে আকাশ কিছুটা মেঘাছন্ন। তবে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উল্টে বাতাসে আর্দ্রতা বেশি মাত্রায় থাকার জন্যে ভ্যাপসা গরম থাকতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৮.১ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার শহরের সর্বোচ্চ পারদ ৩৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ পারদ ৩৫ ডিগ্রি ছিল, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৩: আমার মালতী লতা কী আবেশে দোলে…

দশভুজা, সরস্বতীর লীলাকমল, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃষ্টি হলে হালকা পরিমাণ হবে। তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মুভি রিভিউ: দ্য ওয়েডিং গেস্ট—অনাহুত গেস্ট দেব স্বয়ং অপহরণ করলেন কনে রাধিকাকে

এদিকে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার। সি সব জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। আবহাওয়া দফরত জানিয়েছে, রবিবার পর্যন্ত বৃষ্টি উত্তরবঙ্গের এই জেলাগুলিতে চলতে পারে।
আরও পড়ুন:

আপনার লুকে কেমন সানগ্লাস মানানসই জানেন?

বেশির ভাগ সময়েই এসি ঘরে কাটে? এই ৫টি রোগ কিন্তু নিঃশব্দে বেড়ে চলেছে, জানতেন?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শুক্রবার থেকে তাপমাত্রার পারদ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও ধীরে ধীরে গরম বাড়বে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে আবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কি না, আবহাওয়া দফতর এ নিয়ে এখনও কিছু জানায়নি।

Skip to content