শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

ফের অসহনীয় দহনজ্বালায় জেরবার হবে দক্ষিণবঙ্গ। ঊর্ধ্বমুখী হবে গরম। তবে এর মাঝে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিও হবে। যদিও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

সময়ের আগেই দেশে এবং বাংলায় প্রবেশ করেছিল বর্ষা। তবে তা নির্ধারিত সময়ে না-ও পৌঁছতে পারে দক্ষিণবঙ্গে! দক্ষিণবঙ্গে বর্ষার আগমনে কয়েক দিন বিলম্ব হতে পারে বলেই মনে করছেন আবহবিদদের একাংশ। তাঁদের মতে, আগামী ১০ জুনের বদলে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে ১২ বা ১৩ জুন নাগাদ।
বৃহস্পতিবার বিকেলে আচমকা বৃষ্টি হয়েছে। স্বস্তির এই বৃষ্টিতে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলার কোনও কোনও এলাকায় ভিজেছে। তবে বিক্ষিপ্ত এই বৃষ্টিতে স্বস্তি তাপমাত্রায় বিশেষ পার্থক্য হয়নি। বরং দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রাজনিত অস্বস্তি আরও বাড়তে পারে। এমনই আবহাওয়া দফতরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রার পারদ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, অসমের আলো অন্ধকার পর্ব ২৩: ভারতীয় চলচ্চিত্রে অসমের অবদান

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল

দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়েছে শুক্রবার সকাল থেকেই তার মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে গরমে জেরবার অবস্থা। হাওয়ায় আর্দ্রতার থাকার জন্যে অস্বস্তিও বেশি রয়েছে। কলকাতাও শুক্রবার সকাল থেকে গরমে পুড়ছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। জদিও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

এদিকে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজতে পারে। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টি পরিমাণ বৃষ্টি হতে পারে। শুক্রবার মালদহ জেলা ছাড়া উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেইই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার ভিজতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। সোমবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সতর্কতা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content