
ছবি : প্রতীকী। সংগৃহীত।
রাতভর বৃষ্টির পর কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা স্বস্তি মিলেছে। খানিক গরম কমেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজতে পারে। কোনও কোনও অংশে বেশ দুর্যোগের সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বলে হাওয়া দফতর সতর্ক করেছে।
বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। শুক্রবার পর্যন্ত বাংলার প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে বলে হাওয়া দফতর জানিয়েছে। বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা অকটা কমে গিয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ২২.৪ ডিগ্রি। অর্থাৎ বুধবারের চেয়ে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়ায়স। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়ায়সের কাছে থাকতে পারে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১৪: জীবনের নশ্বরতা ও আত্মানুসন্ধান বিষয়ে রামের উপলব্ধি যেন এক চিরন্তন সত্যের উন্মোচন

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১৭: একাকিত্বের অন্ধকূপ/২: অন্ধকারের উৎস হতে
হাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের আগামী কয়েক দিনে একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। উত্তরবঙ্গের বৃহস্পতিবার আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৮: মা সারদার জন্মতিথিতে তাঁর অপূর্ব অমানবীয় রূপ ফুটে উঠল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০০: নীল কটকটিয়া
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবিঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আহ্বা দফতরের রিপোর্ট অনুযায়ী, ঝড়বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং মুর্শিদাবাদে। ওই ছয় জেলা ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর, ওই ছয় জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত এমনটাই চলবে বলে। আগামী রবি-সোমবার পর্যন্ত গোটা রাজ্যেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।