![](https://samayupdates.in/wp-content/uploads/2022/06/weather-6.jpg)
ছবি: প্রতীকী।
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলার কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। বিকেল নাগাদ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও গরম থেকে স্বস্তি তেমন পাওয়া যাবে না। উলটে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
বুধবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় বিকেলের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে। বুধবার বৃষ্টি হলেও গরম তেমন কমবে না। বরং তাপমাত্রার পারদ বিপরীত দিকে চড়বে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে বৃহস্পতিবার থেকে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এমনকি, আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/05/Aru-Dutta-2024F.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৫: অরু দত্ত— এক অভিশপ্ত গান্ধর্বী
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Sundarban-EP51D.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রার পারদ তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের জেলায় জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/12/Samay-Updates_Harano-sur.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/05/Rabindranatha-Tagore-2024.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের প্রায় সমান। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রির আশপাশে থাকতে পারে। গতকাল মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম।