![কলকাতায় বৃষ্টি](https://samayupdates.in/wp-content/uploads/2023/08/weather.jpg)
ছবি: প্রতীকী।
কলকাতায় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার বেশি বৃষ্টি হয়েছে। আকাশে মেঘের ঘনঘটা। সূর্যের দেখা মেলা ভার। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাও বর্ষার বৃষ্টিতে ভিজছে। গত কয়েক দিন রোদের তেজ বেশি থাকায় তাপমাত্রাও ঊর্ধ্বমুখী ছিল। তবে বৃষ্টি হওয়ায় দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন।
শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। তবে গত কয়েক দিন উত্তরবঙ্গে মূলত পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির হওয়ায় দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মঙ্গলবার থেকে সেই পরিস্থিতি পাল্টাচ্ছে। কোনও জেলাতেই ভারী বা অতি ভারী বর্ষণের সতর্কতা বা পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/Gite_EP2.jpg)
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২: অসীম রোদন জগৎ প্লাবিয়া দুলিছে যেন?
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/Rabindranath-Tagore-Cover.jpg)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার
এবার উত্তরবঙ্গে সময়ে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতেই এসেছে। ফলে জুন মাসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টিই হয়নি। তাই গরম থেকে রেহাইও মেলেনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Ramakrishna-1.jpg)
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৪: লোকশিক্ষক মা সারদা
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/Nalini-Das.jpg)
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী
মঙ্গলবার কলকাতার আকাশ মেঘলাই থাকবে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। সর্বাধিক তাপমাত্রার পারদ ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। তবে তা স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা বেশিই। হাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন কলকাতার আবহাওয়া পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/Sophia-Tolstaya-EP2.jpg)
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/07/Sundarban-EP56-Cover.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৬: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসাসা— নুনিয়া ও সিঙ্গরা
উত্তরবঙ্গেও বর্ষণ চলবে। তবে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের সব জেলাতেই। ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বৃষ্টির পরিমাণ কমায় তা উন্নতি হবে বলে মত আবহাওয়াবিদদের।