সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

আপাতত রগরম থেকে মুক্তি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টির সঙ্গে হচ্ছে দমকা ঝোড়ো হাওয়াও। শুক্রবার সকালেও আকাশ মাঘাচ্ছন্ন। বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুপুর পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।
আবহাওয়া দফতর কলকাতা ছাড়াও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং বীরভূমে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। হাওয়া দফতর পূর্বাভাস, দেশের দক্ষিণ অংশে বর্ষা প্রবেশ করেছে। এ বার সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের আগেই বাংলায় মৌসুমি বায়ু প্রবেশ করবে। তাই আচমকা এই বর্ষণকে আবহাওয়া দফতর প্রাক্-বর্ষার বৃষ্টি বলছে। আবহবিদেরা এও মনে করছেন, গত কয়েক দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি ছিল। তাই জলীয় বাষ্পের জোগানও বেড়েছিল। সে কারণেই স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবেই বৃষ্টির পরিমাণ বেড়েছে বলে মনে করছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৭: সারদা মা ও তাঁর রাধু

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচ জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং জেলাতেও জারি করা হয়েছে। আবার শনিবার থেকে দুই দিনাজপুরেও বৃষ্টি শুরু হতে পারে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৪: অপরাজিতা রাধারাণী

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

গতকাল বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৪ ডিগ্রি। আর সর্বনিম্ন পারদ ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বৃষ্টির জেরে শুক্রবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করে কমতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।

Skip to content