রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী।

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাছন্ন। তবে শুধু কলকাতায় না, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আবহাওয়া বুধবার সকালে এমনই। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে উত্তরবঙ্গও। তবে উত্তরে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে।
কয়েক দিন ধরেই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। কোনও কোনও জায়গায় ঝিরিঝিরি তো কোথাও আবার প্রবল বৃষ্টি চলছে। যদিও এক্লজনো পর্যন্ত কোনও জেলাতেই সে ভাবে ভারী বৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কমবেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৩: দুই মহর্ষির দ্বন্দ্বে কি ‘ইতি ও নেতি’র বিরোধেরই প্রতিফলন?

হাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বর্ষণ হতে পারে। কোনও কোনও জায়গায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাসও রয়েছে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৬: নান্দনিক শিক্ষায় উৎসাহী ছিলেন শ্রীমা

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫০: পুত্রস্নেহে অন্ধ হলে পিতাকেও ধৃতরাষ্ট্রের মতো দুর্দশা ভোগ করতে হয়

উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। ঞ্জদিও বুধবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। সেই সঙ্গে আবহাওয়া দফতর এও জানিয়েছে, অগস্ট মাসের প্রথম থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Skip to content