বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

চলতি সপ্তাহ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ।

বুধবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বুধবার কলকাতার সর্বনিম্ন পারদ ছিল ২৫.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২.৭ ডিগ্রি, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস কম।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপরও একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। হাওয়া দফতের রিপোর্ট বলছে, রাজ্যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণমুখী বায়ুর সঙ্গে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করছে। এর জেরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন:

পাকা বেদানা চেনতে জহুরি হওয়ার দরকার নেই, এই সব টিপস জানলেই হল

চলো যাই ঘুরে আসি, চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৪: কাওয়ার্ধা পরিভ্রমণ

হাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি এলাকা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণের অন্যান্য জেলার আবহাওয়া শুকনো থাকবে। শনিবার এবং রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-২৬: কেপি ইনডেক্স ৮ ছুঁলেই আলাস্কার আকাশে সে এক স্বর্গীয় অনুভূতি

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪১: সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত

বৃহস্পতিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এদিন উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। হাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিন তাপমাত্রার পারদের তেমন বদল হবে না। তার পরই রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে।

Skip to content