বুধবার ৩ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

এখনও বৈশাখ মাস শুরু হতে দেরি আআছে। চলছে বসন্তকাল। যদিও আবহাওয়ায় বসন্তের কোনও লেশমাত্র নেই। দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হয়েছে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে গিয়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগামী কয়েক দিনে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলা ভিজতে হতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।
আরও পড়ুন:

এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি

গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। সেই তালিকায় রয়েছে—পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। রবিবার এবং সোমাবর দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

রক্ত পরীক্ষার না করেই কী ভাবে বুঝবেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে কি না?

বৃহস্পতিবার রাতের দিকে কোনও কোনও জায়গায় সামান্য বৃষ্টির হয়েছে। বৃহস্পতিবার রাতে কলকাতা এবং হুগলির দু’একটি এলাকায় অল্প বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, বৃহস্পতিবার রাতে হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকাতে। তবে এই বৃষ্টি থেকে গরম থেকে রেহাই পাওার কোনও সম্ভাবনা নেই বলেই হাওয়া দফতর জানিয়েছে। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তাতে অবশ্য গরম কমবে না। আলিপুর আবহাওয়া দফতর তাপ নিয়ে সতর্কও করেছে। হাওয়া দফতর বাংলার ৯টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সেই তালিকায় রয়েছে— পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা।

Skip to content