ছবি: প্রতীকী।
সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস ঢুকছে। তাই, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি শুরু হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই বৃষ্টি বুধবার পর্যন্ত চলতে পারে।
হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দমকা হাওয়া বইতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়়বৃষ্টির সঙ্গে ভারী বজ্রপাত হতে পারে। তাই আবহাওয়া দফতর সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। গাছ বা খুঁটি জাতীয় কাঠামোর নীচে না দাঁড়ানোর কথা বলা হয়েছে।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৬২: বুক ভরা মোর কান্না দিয়ে দিলাম চিঠি লিখে…
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ
ভিজবে উত্তরবঙ্গও। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার থেকেই বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। তবে সোমবার পরিমাণ দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কম ঝড়বৃষ্টির হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’
মহাকাব্যের কথকতা, পর্ব-৬২: ক্রৌঞ্চবধের বিষাদ কী ছেয়ে আছে রামায়ণের প্রেক্ষাপট?
আভাওা দফতর ঝড়বৃষ্টির পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকেও কড়া নজর রেখেছে। নিম্নচাপ থেকে সাগরে ঘূর্ণিঝড় তৈরির হতে পারে। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি পূর্বাভাস রয়েছে। সেখান থেকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।
আরও পড়ুন:
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৫: কথার কথা মা নয়—সত্য জননী
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা: কাঁকড়া, গরান ও গেঁওয়া
যদি নিম্নচাপ সৃষ্টি হয়, তা হলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়েও। এই সময়ের সাধারণত নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকার নেয়। তবে বিষয়টি প্রাথমিক পর্বে রয়েছে। আজ রবিবার বর্ষা প্রবেশ করছে আন্দামানে। নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়ে নজর রাখছে আবহাওয়া দফতর।
* পঞ্চমে মেলোডি (R D Burman): সৌম্য ভৌমিক, (Shoummo Bhoumik) সঙ্গীত শিল্পী।