ছবি: প্রতীকী।
আপাতত দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমেছে। সোমবার কোনও কোনও এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির দাপট দেখা যায়নি। যদিও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বর্ষণ হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও বাংলার প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা হয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের জঙয় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। আবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে গত কয়েক দিন ভারী বৃষ্টি হয়েছে। যদিও শনিবারের পর থেকে আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হয়েছে। গতকাক সোমবার থেকে ধীরে ধীরে নিম্নচাপ সরতে শুরু করেছে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনার কথা হাওয়া দফতর জানিয়েছে। কিন্তু মৌসুমি অক্ষরেখার জন্য বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মিশেছে।
আরও পড়ুন:
এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-২২: মাণিক্য রাজাদের বাংলার পৃষ্ঠপোষকতা
গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-৪: যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না?
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বুধবারও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম বর্ধমানে জেলাতে বিক্ষিপ্ত ভাবে কোনও কোনও এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:
মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫২: হিতকারী মূর্খ বন্ধুর থেকে একজন পণ্ডিত শত্রু থাকা ভালো
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রির আশপাশে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি হতে পারে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াসের কম। আজ মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে।
আরও পড়ুন:
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৭: ও বন্ধু তুমি শুনতে কি পাও?
সোমবার থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। কালিম্পঙের কিছু এলাকায় ধসও নেমেছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারেও। বুধবারও এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।