রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আপাতত বৃষ্টি থেকে বঙ্গবাসীর রেহাই নেই। দক্ষিণবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা কাটেনি। বুধবারও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত তিন-চার দিন নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে সমুদ্র উত্তাল হয়েছিল। তবে বুধবার থেকে সমুদ্র উত্তালের সেই ছবি বদলাবে। তাই মৎস্যজীবীদেরও সমুদ্রে আর বাধা নেই। যদিও প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের ৬টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। কোনও কোনও এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। অন্য জেলাগুলিতে দিনভর হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো

বুধবার কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। কোনও কোনও এলাকায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাকিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে, সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৭.৩ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়ায়াস বেশি।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৬: আহা শ্রীরাধিকে চন্দ্রাবলী কারে রেখে কারে ফেলি

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে। তবে বুধবার থেকে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার এবং মালদহে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

পঞ্চমে মেলোডি, পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মন

দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া নিম্নচাপ, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। এই মুহূর্তে নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ধীরে ধীরে সরে আসছে। এদিকে, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেই ঘূর্ণাবর্ত আরও কিছুটা অগ্রসর হতে পারে।

Skip to content