বুধবার ৩ জুলাই, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

তাপপ্রবাহে পুড়ছিল গোটা রাজ্য। তবে আপাতত মুক্তি পেতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। কলকাতায় রবিবার থেকে বৃষ্টি হতে পারে। শনিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সব ক’টি জেলাতেই সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝড়বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তীব্র গরমের হাত থেকে সাময়িক মুক্তি পাবেন বঙ্গবাসী।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ প্রায় পরিষ্কারই থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রির আশপাশে থাকতে পারে, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়ায়স বেশি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ

কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, রাজ্যবাসী শনিবার থেকে সোমবার, ধাপে ধাপে অসহনীয় গরম থেকে মুক্তি পাবেন। শনিবার থেকে তাপপ্রবাহ বন্ধ হতে চলেছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদীয়া জেলায়। অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। তবে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমবে বলে জানানো হয়েছে। রবিবার বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। রাজ্যের বাকি জেলাগুলিতে দহনজ্বালা বজায় থাকবে। তবে হাওয়া দফতর এ-ও জানিয়েছে রাজ্যের বাকি জেলাগুলিতেও সোমবার থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বলেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়

জাপানি রেইকি কী? এই থেরাপি কীভাবে রোগ নিরাময় সাহায্য করে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সোমবার থেকে ঝড়বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এর জেরে তাপমাত্রাও কিছুটা কমবে। আবহবিদেরা জানিয়েছেন, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অন্তত ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিকে, সমুদ্রে আবহাওয়া খারাপ আবহওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই সোমবার এবং মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫৩: সত্যজিতের চলচ্চিত্র জীবনের প্রথম রহস্য রোমাঞ্চকর ছবি ‘চিড়িয়াখানা’

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২১: গিরীন্দ্রমোহিনী দাসী—এক শক্তির গল্প

রবিবার থেকেই উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি পূর্বাভাস রয়ছে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এমনটাই জানয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার থেকে এই তিন জেলাতেও বৃষ্টি হতে পারে।

Skip to content