বুধবার ১৮ ডিসেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

ভরা বৈশাখে কালবৈশাখীর দেখা নেই। এমনকি ছিটেফোঁটা বৃষ্টিও হচ্ছে না। সকাল হতেই দাপট দেখাচ্ছে গরম। বইছে তাপপ্রবাহ। এখনই যে গরমের হাত থেকে রেহাই মিলবে না, তা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলতি সপ্তাহেও তাপপ্রবাহ চলবে। তীব্র তাপপ্রবাহ জারি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায়। সোমবার থেকে বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কারণে এই সাত জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ চলবে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার পারদের তেমন বদল হবে না। অন্যদিকে, সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে না। তবে তাপমাত্রা বেশি থাকবে। এর জেরে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। যদিও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ২৯.৪ ডিগ্রি ছিল। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৪১.৩ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিক থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রির আশপাশে থাকতে পারে।

তবে স্বস্তির কথা হল আবহাওয়াবিদেরা মনে করছেন, আগামী সপ্তাহে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। সাম্প্রতিক সময়ের আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহাওয়াবিদেরা আশা করছেন, দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় মে মাসের প্রথম দিনেও তীব্র তাপপ্রবাহের সতর্কতা জাড়ই করা রয়েছে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…

হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ

তবে তীব্র দহনের মাঝেই দক্ষিণবঙ্গবাসীর জন্য সুখবরও আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না হলে দক্ষিণবঙ্গে আগামী ৫ মে রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে। এই তথ্য জানিয়েছেন আবহাওয়া দফতরের সঙ্গে যুক্ত আবহাওয়াবিদেরা। আবহাওয়াবিদেরা বলছেন, আবহাওয়া দফতর থেকে প্রাপ্ত আবহাওয়ার পূর্বাভাস থেকে আগামী বেশ কয়েক দিনের আবহাওয়ার গতিপ্রকৃতি জানা যায়। সেই তথ্যের ওপর ভিত্তি করে তাঁরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী রবিবার বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দখিন বাতাস ঢুকবে। তাঁদের মত হল, এই দখিনা হাওয়া-বাতাসই রাজ্যে ঝড়বৃষ্টি নিয়ে আসে।

আবহাওয়াবিদদের বিশ্লেষণ বলছে, দক্ষিণবঙ্গে ওই দখিনা হাওয়া প্রবেশ করে ফের উল্টো পথে ঘুরে যাচ্ছে। সাধারণত এরকম হলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। তাই আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন না হলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রবিবার থেকেই বৃষ্টি শুরু হতে পারে বলে তাঁদের মত। শেষমেশ বৃষ্টি যদি শুরু হয়, তা হলে তা চলবে অন্তত ৬ মে সোমবার পর্যন্ত।
আরও পড়ুন:

প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না

মহাকাব্যের কথকতা, পর্ব-৬০: আধুনিক ভারতীয় রাজনীতির চালচিত্রে কি দশরথ ও কৈকেয়ীর ছায়া?

পরে দক্ষিণের পশ্চিম এবং উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে থাকবে। যদিও আবহাওয়া দফতর সরকারি ভাবে কোনও ঘোষণা করেনি। হাওয়া দফতর আরও কিছুটা আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রেখে দেখতে চাইছে। এদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বেশ গরম অনুভূত হচ্ছে জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। তবে শুক্রবার থেকে এই সব জেলায় তাপপ্রবাহ বা গরমের সতর্কতা ঘোষণা করেনি হাওয়া দফতর।

Skip to content