মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী।

তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। আবহাওয়া দফতর ১৮ এপ্রিল, শুক্রবার থেকে ২২ এপ্রিল, সোমবার অবধি গোটা পুরো দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই আর বৃষ্টির সম্ভাবনা কোনও নেই। বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে দুই দিনাজপুর এবং মালদহেও গরম থাকে। অস্বস্তিবোধ হবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখীর অন্যতম কারণ হল শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর প্রভাব। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সোমবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কিছু এলাকায় দিনের তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি বেশি থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৯০ শতাংশ থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ৭০ থেকে ৮০ শতাংশ আর্দ্রতা থাকতে পারে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনের বেশির ভাগ সময়ই বাতাসে আর্দ্রতা থাকবে ৪০ শতাংশের বেশি। তাই খুব অস্বস্তি থাকবে।
আরও পড়ুন:

এসি ঘর থেকে বেরোলেই টানা হাঁচি-কাশি হয়েই চলেছে? এই ৩ টোটকায় রয়েছে সমাধান

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ

বৃহস্পতিবার তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণের অন্য জেলাগুলিতেও গরম থাকবে। আগামীকাল শুক্রবার থেকে রবিবার অবধি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ হতে পারে। জেলাগুলির কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাসও আবহাওয়া দফতর দিয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এমনকি, কলকাতাতেও সতর্কতা জারি।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২০: মানকুমারী বসু—সাহিত্য জগতের উজ্জ্বল রত্ন!

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪২: শ্রীমার ভাইপো খুদি

বৃহস্পতিবার থেকে সোমবার উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরেও তীব্র গরম পড়বে। অস্বস্তিও বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর এই তীব্র গরমের জন্য বাসিন্দাদের বার সতর্ক করেছে। প্রচুর জলপানের কথা বলা হয়েছে। সঙ্গে সুতির পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে এও বলা হয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে দুপুর ৪টে পর্যন্ত রোদে বেরোতে না বেরোনোর।

Skip to content