সোমবার ১ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। শনিবার ভোরের মধ্যেই নিম্নচাপ আরও ঘনীভূত হবে, এর পরে তা ঘূর্ণিঝড় রেমাল-এ পরিণত হতে চলেছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ওই ঘূর্ণিঝড় তৈরির পর কত শক্তি নিয়ে কী ভাবে রেমাল এগিয়ে আসবে, কোথায় আছড়ে পড়তে পারে , তা-ও আবহবিদেরা জানিয়েছেন। এখন নিম্নচাপ পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। গত ১২ ঘণ্টায় সে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপটি অবস্থান করছে। আপাতত ক্যানিং থেকে ৮১০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৮০০ কিলোমিটার দূরে রয়েছে সে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, অসমের আলো অন্ধকার, পর্ব-২১: গুয়াহাটি শহরের গল্পগাথা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপ আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। শনিবার ভোর নাগাদ তা ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে ‘রেমাল’। হাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। ক্রমশ আরও উত্তরে এগিয়ে গিয়ে রবিবার মধ্যরাতে স্থলভাগে ঘূর্ণিঝড় ‘রেমাল’ আছড়ে পড়তে পারে। এই মুহূর্তের খবর, ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে। এও জানানো হয়েছে, স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

ভোটস্য পরিবেদনা

নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের জের দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার থেকেই উপকূলঘেঁষা এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। বাকি জেলায় ঝড়ের গতিবেগ কম থাকলেও বৃষ্টি ভালোই হবে।

আবহাওয়া দফতর, রবিবার থেকে কলকাতা, হাওড়াতে কমলা সতর্কতা জারি করেছে। কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। উত্তর ২৪ পরগনায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। রবিবার দক্ষিণ ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। এ ছাড়া, প্রায় সর্বত্রই বৃষ্টি চলবে। সোমবার এবং মঙ্গলবার নদিয়ায় ভারী বৃষ্টি হবে। সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতেও ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

Skip to content