ছবি: প্রতীকী।
আবার নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। আগামী কয়েক দিন নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই তালিকায় কলকাতাও রয়েছে। ফলে একেবারে পুজোর মুখেই আবহাওয়া নিয়ে এই পূর্বাভাসে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
আরও পড়ুন:
অসমের আলো অন্ধকার, পর্ব-৩৬: অসমের শিল্পকলা
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— রামবাণ ও পানি তাঙ্কি
বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এই ছয় জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। শনিবার কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৯: শাসক বেকায়দায় পড়লেই প্রতিপক্ষকে সন্ধির প্রতিশ্রুতি দেয়, যদিও রাজনীতিতে সে সব মানা হয় না
পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল সংলগ্ন উত্তরাংশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে সেখানে সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছে। হাওয়া বইছে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে। শুক্রবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের এই সময়ের মধ্যে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩
রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৯: হোটেলের বাথটাবে হাতের শিরা কেটে আত্মহত্যা করেন অভিনেত্রী কৌশিকী
আগামী বুধবার, ষষ্ঠী। ৯ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। পুজোর মধ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে উদ্বেগ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে যাঁরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন, তাঁরা চিন্তিত। আশার কথা, শনিবারের পর উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।