শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পশ্চিমবঙ্গ উপকূলের উপর আরও একটি নিম্নচাপ তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই ৬ জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। পাশাপাশি শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারও ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৫২: পুলক রাখিতে নারি (কেল)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য মায়ানমারের উপরে থাকা ঘূর্ণাবর্ত এখন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপরে রয়েছে। এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে তার উচ্চতা ৭.৬ কিলোমিটার উপরে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিম্নচাপ এলাকা তৈরি হবে। ক্রমশ তা পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিমবঙ্গে উপকূলের কাছাকাছি নিম্নচাপ ঘনীভূত হবে। এর জেরে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৬: দুবেজিকে নিয়ে ধৃতিমানের অনুমান সত্যি

নিম্নচাপ পরিস্থিতির জন্য সমুদ্রও উত্তাল। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপর ঝোড়ো হাওয়া বইছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এই রকম পরিস্থিতি চলতে পারে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। মৎস্যজীবীদের এই সময়ের মধ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬১: ‘বন্ধু’ তোমার পথের সাথী

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-১০: মর্ত্যে আনিল ধ্রুবতারকারে ধ’রে

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.৩ ডিগ্রি, অর্থাৎ তানপাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩১.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম।

Skip to content