বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

নিম্নচাপ ক্রমশ কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়ে চলেছে। সে কারণে রবিবার থেকেই কলকাতায় বর্ষণের পরিমাণ কমতে থাকবে। তবে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ বাংলায় আরও ২৪ ঘণ্টা সক্রিয়ই থাকবে। তার পর তার শক্তি কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের অন্তত ছ’টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই ছ’টি জেলার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এই ছ’টি জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— নোনা শাক ও নোনা ঝাঁজি

মুভি রিভিউ: ‘বাবলি’ স্বর্ণযুগের বাংলা ছবির মতো রোম্যান্সে ভরপুর

সোমবার রাজ্যের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোনও জেলাতেই আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৫২: পুলক রাখিতে নারি (কেল)

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এখন ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ওড়িশা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৩: বেলুড়মঠে শ্রীমায়ের অভিনন্দন

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট বলেছে, গাঙ্গেয় বঙ্গের উপরে অবস্থান করা গভীর নিম্নচাপ পশ্চিমে সরছে। শেষ ছ’ঘণ্টায় তার গতিবেগ ছিল ঘণ্টায় আট কিলোমিটার। রবিবার সকালে কলকাতা থেকে ৪০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে নিম্নচাপের অবস্থান করছে। এখন গভীর নিম্নচাপ বাঁকুড়া থেকে ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে ১৯০ কিলোমিটার পূর্ব এবং রাঁচী থেকে ২৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে রয়েছে। রবিবার দুপুরের মধ্যে সে আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডের উপর পৌঁছে যাবে গভীর নিম্নচাপ। তখন তার শক্তিও কমে যাবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

শুক্রবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। শনিবারও কমবেশি বৃষ্টি হয়েছে। শহর এবং শহরতলির একাধিক এলাকায় কখনও কখনও ভারী বৃষ্টিও হয়েছে। তামপাত্রাও অনেক কমেছে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.২ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। শনিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৬.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস কম।

Skip to content