শনিবার ২৯ জুন, ২০২৪


ছবি: প্রতীকী।

স্থলভাগের আরও কাছে এগিয়ে আসছে ঘূ্র্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরের উপর দিয়ে শেষ ছ’ঘণ্টায় ঘূ্র্ণিঝড়ের গতিবেগ রয়েছে ১৩ কিলোমিটার। হাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রের উপর রেমালের ঘূর্ণনের গতি এই মুহূর্তে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সাময়িক ভাবে এর গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্তও হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রেমালের প্রভাবে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও জারি করা হল লাল সতর্কতা। আবার হাওয়া দফতর এও জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে রেমালের অবস্থান ঠিক কোথায়।
আলিপুর আবহাওয়া দফতরের শেষ পূর্বাভাসের রিপোর্ট বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে রেমাল ক্রমশ উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। রেমাল ক্যানিংয়ের ১৯০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে। বাংলাদেশের মোংলা থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়ার ১৮০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রেমাল অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। শেষমেশ প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে রেমাল। তখন রেমালের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। তবে সাময়িক ভাবে হাওয়ার গতি ১৩৫ কিলোমিটার পর্যন্তও পৌঁছতে পারে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৬৪: এক দিন পাখি উড়ে যাবে যে আকাশে…

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৯: রাঙা হাসি রাশি রাশি

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। আবহাওয়া দফতর এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে। এই দুই জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে । দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও ভারী বৃষ্টির জন্য হাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৮: কোন অজানায় ‘পথে হল দেরী’

ভোটস্য পরিবেদনা

উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘূর্ণিঝড়ের জেরে রবিবার বৃষ্টি তো হবেই, সেই সঙ্গে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ঝড়ের গতি থাকতে পারে ৭০ থেকে ৮০ কিলোমিটার। সাময়িক ভাবে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। এ ছাড়াও ঝোড়ো হাওয়া বইতে পারে নদিয়া, পূর্ব বর্ধমানেও। তবে এই দুই জেলায় হাওয়ার গতিবেগ অপেক্ষাকৃত কম থাকবে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হাওয়া বইতে পারে। সোমবার নদিয়া, মুর্শিদাবাদে হাওয়ার গতি বেড়ে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমানে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হতে পারে। হলুদ সতর্কতা করা হয়েছে। মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই চার জেলাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড় রেমালের জন্যে উত্তাল হবে সমুদ্র। স্বাভাবিকের চেয়ে বেশি হবে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে হাওয়া দফতর।
* পঞ্চমে মেলোডি (R D Burman): সৌম্য ভৌমিক, (Shoummo Bhoumik) সঙ্গীত শিল্পী।

Skip to content