বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আপনারা জানলে আশ্চর্য হবেন যে, প্রতি বছর আমেরিকায় ৮ লক্ষেরও বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হন। ভারতেও সংখ্যাটা খুব কম নয়। পাশাপাশি নানা সময় খাওয়াদাওয়া, বেড়াতে যাওয়া, পিকনিকের মাঝে অনেকেরই মাথায় থাকে না নিয়মিত রক্তচাপ মাপার কথা। কিন্তু ততক্ষণে হয় তো শরীরের ভিতরে হৃদ‌ত রোগ থাবা বসিয়ে দিয়েছে। অধিকাংশেরই হয়তো জানা নেই, পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা মহিলাদের তুলনায় অনেক বেশি। বয়স যত বাড়তে থাকে হৃদরোগের আশঙ্কাও তত বাড়তে থাকে। তাই ওজন তো নিয়ন্ত্রণে রাখতেই হবে সঙ্গে ধূমপানও বর্জন করতে হবে। সেই সঙ্গে রক্তচাপ, কোলেস্টেরল, মানসিক চাপও নিয়ন্ত্রণে রাখতে হবে।
জানেন কি হৃদরোগের উপসর্গ মহিলা এবং পুরুষভেদে আলাদা করা যায়? তাই পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছনোর আগেই যদি লক্ষণ সম্পর্কে সচেতন থাকা যায় তাহলে মৃত্যুর ঝুঁকি থেকেও মানুষকে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয়। সাধারণত বুকে যন্ত্রণা, চাপ ধরা, শ্বাসকষ্ট হওয়া— এই সব লক্ষণগুলি হৃদরোগের অসুস্থতার সঙ্গে জড়িত। সমস্যা হল, এই আবার চট করে সবসময় আমরা বুঝে উঠতে পারি না। কারণ, অনেক সময় অনিয়ন্ত্রিত খাওয়াদাওয়া থেকে বদহজমের জন্যও এরকম সমস্যা দেখা দিতে পারে। তখন প্রাথমিক পর্যায়ে আমরা বদহজমের ওষুধ বা গ্যাসের ওষুধ খেয়ে থাকি। আসলে এতেই জটিলতা বাড়ে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

চিকিৎসকদের একাংশের কথায়, একশো ভাগ না হলেও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার অনেক আগে থেকেই তার কিছু উপসর্গ প্রকাশ পায়। সেই সব উপসর্গ ব্যক্তিবিশেষে আলাদা হতেই পারে। শুধু তাই নয়, মহিলা বা পুরুষদের ক্ষেত্রেও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ আলাদা।
 

পুরুষদের যে লক্ষণগুলি দেখা যায়

শ্বাসকষ্ট।
হঠাৎ শরীরে ঠান্ডা স্রোত।
বুকে চাপ ধরা।
মাথা ঘোরা, বমি ভাব।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা

 

মহিলাদের যে লক্ষণগুলি দেখা যায়

দুই হাতেই ঝিঁঝি ধরা।
পিঠের উপরের দিকে যন্ত্রণা।
বুকে চাপ ধরা।
ক্লান্ত লাগা।
মাথা হালকা হয়ে যাওয়া।
বদহজমের সমস্যা।
ঘাড়, পিঠ, কাঁধ, হাত এবং চোয়ালে অস্বস্তি।


Skip to content