শনিবার ১ মার্চ, ২০২৫


প্রয়াত উত্তম মহান্তি।

বিনোদুনিয়ার ফের নক্ষত্র পতন। প্রয়াত ওড়িয়া সিনেমার কিংবদন্তি অভিনেতা উত্তম মহান্তি। ওড়িশি বিনোদন দুনিয়ার জনপ্রিয় অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। খবর, বৃহস্পতিবার রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। দীর্ঘ দিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি সিরোসিস অফ লিভার ধরা পড়েছিল প্রবীণ অভিনেতার। দিল্লিতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় তাঁকে।
বর্যীয়াণ অভিনেতার প্রয়াণে সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মুখ্যমন্ত্রী লিখেছেন, “ওড়িশার বিখ্যাত অভিনেতার প্রয়াণে শোকাহত। উত্তম মহান্তির প্রয়াণে ওড়িয়া শিল্প জগতে এক বিশাল শূন্যতা তৈরি হল। যদিও দর্শকমনে তাঁর স্থান চিরকালীন। আমি তাঁর আত্মার চির শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।”
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮৯: বুলবুলি

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮৬: এক সন্ধ্যায় মা সারদার বলা ভূতের গল্প

দীর্ঘদিন ধরেই অভিনেতা অসুস্থ ছিলেন। সম্প্রতি অভিনেতার নিউমোনিয়া ও সিরোসিস অফ লিভার ধরা পড়ে। প্রথমে তাঁর চিকিৎসা চলছিল ভুবনেশ্বরে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে অভিনেতাকে স্থানান্তরিত করা হয়। তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অভিনেতার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। বৃহস্পতি রাতে মৃত্যুর সঙ্গে লড়াই শেষ হয় জনপ্রিয় এই অভিনেতার। শেষ নিশ্বাস ত্যাগ ওড়িশা সিনেমার সুপারস্টার উত্তম মহন্তি।
আরও পড়ুন:

ঈশ্বর কী সাড়া দেন তামিলে, সংস্কৃতে?

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৪: খরগোশ ও কচ্ছপ

১৯৫৮ সালে ওড়িশার বারিপদায় জন্ম হয় তাঁর। বহু সফল ছবির নায়ক উত্তম। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ ছবি দিয়ে আত্মপ্রকাশ তাঁর। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়ায় আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তার ‘চকোলেট বয়’ ইমেজ দর্শককে মুগ্ধ করেছিল।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮৬: এক সন্ধ্যায় মা সারদার বলা ভূতের গল্প

উত্তম কথাচিত্র, পর্ব-৬৭: উত্তরণ-অবতরণ শেষে স্বপ্নের ‘সূর্যতোরণ’

ওড়িশা সিনেমার সুপারস্টার উত্তম মহান্তির ঝুলিতে একাধিক সুপার হিট ছবি রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য ছবি হল— ‘চিনহা অচিন’, ‘রাম বলরাম’, ‘রামায়ণ’, ‘নিঝুম রাতিরা সাথী’, ‘তপস্যা’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘সাহারী বাঘাগে’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘মুতালাগা’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারী’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘কন্যাদান’, ‘রজনীগন্ধা’ প্রভৃতি ছবি।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০২: ভরতের মতো একমুখী লক্ষ্যে এগিয়ে চলা কী সম্ভব?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-১১২: দারুণ এক গগনবিহারী খেলনা বানিয়েছিলেন গগনেন্দ্রনাথ

উত্তম মহান্তির সঙ্গে টলি অভিনেত্রী ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এক সময় জুটি বেঁধে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছিলেন। এক সময় রচনা ও উত্তমকে নিয়ে প্রেমের গুঞ্জনও শোনা যেত। তবে এই নিয়ে কখনই মুখ খোলেননি রচনা বা উত্তম কেউ-ই। পাশাপাশি, অভিনেত্রী স্ত্রী অপরাজিতার সঙ্গেও উত্তমের জুটি দর্শকের প্রিয় ছিল।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content