ছবি: প্রতীকী।
আপনার মাথায় চিরুনি বসালেই উঠে আসে বেশ অনেকখানি চুল! তাই চিরুনি দিয়ে চুল আঁচড়াতেই ভয় পান? আবার ডগা ফেটে যাওয়ার কারণে চুল কেবল নষ্টই হয়ে যাচ্ছে, কিছুতেই বাড়ছে আর না! দোকান থেকে কিনে আনা হেয়ার মাস্ক লাগিয়েও তেমন সুফল মেলেনি। তাই কোনও উপায় না পেয়ে হাল ছেড়ে দিচ্ছেন? আপ্পনার সমস্যার মুশকিল আসানের উপায় কিন্তু ঘরেই রয়েছে।
এমন উপাদান ঘরেই আছে যা চুলকে করে তুলতে পারে স্বাস্থ্যোজ্জ্বল এবং মসৃণ! পাশপাশি চুলের বৃদ্ধিও হবে। এর জন্য লাগবে মাত্র দু’টি জিনিস। কারিপাতা আর লেমন এসেন্সিয়াল অয়েল। কারিপাতাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, ভিটামিন সি এবং বিটাকেরোটিন, যা চুলের বৃদ্ধি ঘটাতে সহায়তা করে। অন্য দিকে লেবুতেও রয়েছে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের মতো উপাদান, যা চুলের গোড়া মজবুত করে। আমরা সকলেই জানি, চুল ভালো রাখতে ভিটামিন সি-র কোনও বিকল্পই নেই!
আরও পড়ুন:
রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩৫: ডিন জানালেন, বিশ্ববিদ্যালয় চত্বরে ঘুরতে ঘুরতেই আমার সঙ্গে ইন্টারভিউ পর্ব শেষ করবেন!
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা
কী ভাবে কারিপাতা ও লেবুর তেল বানাবেন?
● ঘরোয়া এই তেল বানাতে লাগবে কয়েকটি কারি পাতা, লেমন এসেন্সিয়াল অয়েল এবং নারকেল তেল। একটি কাচের শিশিতে নারকেল তেল রাখুন। তার উপর কারিপাতা কুচিয়ে মিশিয়ে দিন। এ বার এর সঙ্গে ২-৩ ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল ওর সঙ্গে মিশিয়ে দিন ভালো করে। মিশ্রণটি সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ভালো ভাবে রাখলে ৫-৬ মাস ব্যবহার করতে পারবেন।
● ঘরোয়া এই তেল বানাতে লাগবে কয়েকটি কারি পাতা, লেমন এসেন্সিয়াল অয়েল এবং নারকেল তেল। একটি কাচের শিশিতে নারকেল তেল রাখুন। তার উপর কারিপাতা কুচিয়ে মিশিয়ে দিন। এ বার এর সঙ্গে ২-৩ ফোঁটা লেমন এসেন্সিয়াল অয়েল ওর সঙ্গে মিশিয়ে দিন ভালো করে। মিশ্রণটি সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ভালো ভাবে রাখলে ৫-৬ মাস ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন:
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭১: সাইকেল ও জীবন
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫১: জয়রামবাটির যথার্থ রক্ষয়িত্রী
কী ভাবে লাগাবেন?
● ১ চা চামচ তেল নিয়ে মাথার ত্বকে ঢালুন। এর পর ভালো করে পুরো মাথার ত্বক ও চুল মাসাজ করে নিন। মাসাজ করা হয়ে গেলে ১৫-২০ মিনিট তেল মাথায় রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার এই তেল মালিশ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাবেন।
● ১ চা চামচ তেল নিয়ে মাথার ত্বকে ঢালুন। এর পর ভালো করে পুরো মাথার ত্বক ও চুল মাসাজ করে নিন। মাসাজ করা হয়ে গেলে ১৫-২০ মিনিট তেল মাথায় রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু’বার এই তেল মালিশ করুন। দেখবেন খুব তাড়াতাড়ি উপকার পাবেন।