শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পোশাক-আশাক কেনা হোক বা রেস্তরাঁয় খাওয়াদাওয়ার বিল মেটানো— এখন আমরা সাধারণত অনলাইনেই মিটিয়ে দিই। কারণ অনলাইন লেনদেন করাই এখন আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। এখন তো সর্বত্রই অনলাইন পরিষেবার সুযোগ রয়েছে। এখন অনলাইনে টাকাপয়সা
লেনদেনের জন্য অনেক মাধ্যম রয়েছে, যেমন ক্রেডিট বা ডেবিট কার্ড হোক, পেটিএম, গুগ্‌ল পে। আছে আলাদা ওয়ালেটের ব্যবস্থাও। সব থেকে ভালো হল, সবই একটি অ্যাপ থেকে করার সুযোগ দিতেই ইউপিআই (ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস) পরিষেবা চালু হয়েছে।
যাঁরা ডিজিটাল লেনদেনে সাবলীল তাঁরা সাধারণত টাকাপয়সা লেনদেনের জন্য বেছে নিচ্ছেন ইউপিআইকে। কিন্তু মুশকিল হল, অনলাইনে লেনদেন ইন্টারনেট সংযোগ ছাড়া সম্ভব নয়। কিন্তু যদি আচমকা এমন সমস্যায় পড়েন যে, ইন্টারনেট পরিষেবা পাচ্ছেন না বা ফোনের ডেটা প্যাক শেষ হয়ে গিয়েছে, তখন কী করবেন?
এ প্রসঙ্গে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) জানিয়েছে, ইন্টারনেট সংযোগ ছাড়াও ইউপিআই-এর মাধ্যমে টাকাপয়সার লেনদেন করা যাবে। এর জন্য অবশ্য আপনাকে একটি কোড মনে রাখতে হবে। আর সেই সবগে কয়েকটি ধাপ অনুসরণ করে চলতে হবে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৩: বেলুড়মঠে শ্রীমায়ের অভিনন্দন

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৯: ভারতের বিপ্লবী মেয়েরা এবং অন্তরে রবীন্দ্রনাথ

ইউপিআই-এর মাধ্যমে অনলাইন লেনদেনের ক্ষেত্রে পিন নম্বর দিতে হয়। পিন নম্বর হয় ৪ বা ৬ সংখ্যার। এই নম্বরটি আপনাকে স্মরণে রাখতে হবে। লেনদেনের আগে ইমেলের মতো ‘ভার্চুয়াল পেমেন্টস অ্যাড্রেস’ (ভিপিএ) তৈরি করে নিন। একে ‘ইউপিআই আইডি’ বলা হয়। মোবাইল নম্বর দিয়ে, সংখ্যা অথবা অক্ষর দিয়ে তৈরি হয়। এ বার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা যুক্ত করেছেন ভালো করে মিলিয়ে নিন। মিলিয়ে নিন প্রাপকের নামও।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৯: শাসক বেকায়দায় পড়লেই প্রতিপক্ষকে সন্ধির প্রতিশ্রুতি দেয়, যদিও রাজনীতিতে সে সব মানা হয় না

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৪৭: দুবেজি যে রুষ্ট, তাঁর কথাতেই স্পষ্ট

ইন্টারনেট ছাড়া টাকা পাঠাতে হলে অথবা বিল মেটাতে হলে, আগে ফোনে *৯৯# ডায়াল করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে, সেই নম্বর থেকেই ডায়াল করলে একটি মেসেজ পাবেন। আপনার ফোনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। অনেকগুলি ভাষা পর্দায় দেখানো হবে। এর মধ্যে আপনার সুবিধাজনক একটি ভাষা বেছে নিতে হবে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৬: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ছাগল ক্ষুরি ও ধানি ঘাস

এর পর আপনাকে অনেকগুলি অপশন দেখানো হবে। যেমন, টাকা পাঠানো, কারও থেকে টাকা পাওয়া, ব্যালান্স চেক করা, লেনদেন বাকি থাকলে সেই তথ্য, ইউপিআই পিন, আগের লেনদেন সংক্রান্ত তথ্য ইত্যাদি। এ বার আপনি আপনার প্রয়োজন মতো অপশন বেছে নিন। যেমন যদি টাকা পাঠাতে চান, তা হলে ‘সেন্ড’, আবার টাকা পেতে হলে ‘রিকোয়েস্ট’ অপশন নির্বাচন করতে হবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

এর পরের ধাপে আপনার মোবাইল নম্বর, ইউপিআই আইডি সহ একাধিক অপশন দেখানো হবে। এর মধ্যে আপনি আপনার দরকার মতো অপশন বেছে নিয়ে এগিয়ে যান। যদি মোবাইল নম্বর নির্বাচন করেন তা হলে যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর দিতে হবে। কত টাকা পাঠাতে চাইছেন তা টাইপ করে ‘সেন্ড’ অপশনে ক্লিক করতে হবে। এ বার আপনাকে ইউপিআই পিন নম্বর দিতে বলা হবে। পিন টাইপ করলেই ব্যাস,আপনার লেনদেন সম্পূর্ণ হবে।

Skip to content